পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত
- আপডেট সময় : ০১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন এক আরোহী।
দেবীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মমতাজ পারভীন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জা এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চার মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে গুরুতর আহত দু’জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন আরও একজন মারা যান।
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: মাহমুদ কলি মন্ডল নামের এক ব্যবসায়ি নিহত হয়েছে।সকালে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার কলাটুপি গ্রামের মাহমুদ কলি মোটরসাইকেল নিয়ে কলারোয়া সদরে আসছিলেন। পথে কাজীরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।