পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে সারা দেশে
- আপডেট সময় : ১২:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে সারা দেশে। প্রথম দিনে রাজধানীতে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম। অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং, মিছিল ও সড়ক অবরোধ করা হয়। সকালে রাজধানীর শাহবাগ থেকে শেরাটন সড়কে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় রিজভী বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।
এদিকে..অবরোধে সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা। রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পার্ক করে রাখা তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয়া হয়। আর রাত ১১টার দিকে বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।