টানা তিন পরাজয়ের পর পঞ্চম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টানা তিন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। আসরে টানা ব্যর্থতায় ধুকছে বাংলাদেশ।
যারা শেষ নয় ইনিংসে আড়াইশো ছুঁয়েছে মাত্র দুবার। ব্যাটারদের অসংখ্য ভুল, নখদন্তহীন বোলিং ও ইনজুরিরর হানা, সবমিলিয়ে ক্ষত বিক্ষত টাইগার শিবির, তারপরও প্রত্যয় ঘুরে দাঁড়ানোর। ওয়াংখেড়ের হাইস্কোরিং উইকেটে স্পিনাররাই ভরসা। তাসকিন না খেললেও এদিন একাদশে ফিরতে পারেন সাকিব। অন্যদিকে, নিজেদের নতুন করে চেনানোর কাজটা দারুণভাবে করে চলেছে দক্ষিণ আফ্রিকা। যারা বিশ্বকাপের চার ম্যাচের তিনটিতেই করেছে তিন শতাধিক রান।
নেদারল্যান্ডসের কাছে হারলেও জিতেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের বিপক্ষে। তবে, শেষ তিন ওয়ানডে সিরিজের দুটিতেই জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। শুধু তাই নয় বিশ্বকাপে সমানে সমান হলেও, শেষ তিন দেখায়ও এগিয়ে টাইগাররা।