পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আর কাগুজে বইয়ের দরকার হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শিশুদের জন্য আরও যুগোপযোগী ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করতে চান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আর কাগুজে বইয়ের দরকার হবে না বলে জানান মন্ত্রী।
রাজধানীর সিরডাপ মিলনায়তন ‘ফাগুন দিনে আমাদের বই কথা’ শিরোনামে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে দেবব্রত মুখোপাধ্যায় এর লেখা ‘মোস্তাফা জব্বার একাকী এক পর্বতারোহী’ এবং তানভীর এ মিশুর লেখা ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার জানান, বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করে। এটা পৃথিবীর মধ্যে পঞ্চম। আগামী দশ বছরের ইংরেজি ভাষাকে পেছনে ফেলে বাংলা তৃতীয় মাতৃভাষার স্থান দখল করবে বলেও আশা করেন তিনি।