পটুয়াখালীতেও বেড়েছে ডেঙ্গু প্রাদুর্ভাব
- আপডেট সময় : ০১:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
এদিকে..পটুয়াখালীতেও বেড়েছে ডেঙ্গু প্রাদুর্ভাব। তবে, আক্রান্তদের বেশির জেলার বাহিরে বিভিন্ন এলাকা থেকে আগত। ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার ও প্রশাসন। জেলা ও উপজেলা হাসপাতালে অধিকসংখ্যক শয্যা ও ঔষধ প্রস্তুত রাখা হয়েছে।
পটুয়াখালীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। পরিত্যাক্ত, ব্যক্তিগত ও সরকারি স্থাপনায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। গ্রাম গঞ্জেও পিছিয়ে নেই ডেঙ্গুতে। একের পর আক্রান্ত হচ্ছে মানুষ।
জুলাই থেকে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। নতুন আক্রান্ত হয়ে প্রতিদিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন কেউ না কেউ।
তবে এখন পর্যন্ত এ জেলায় মৃত্যু নেই। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট চালু, চিকিৎসক, নার্স ও ঔষধ মজুদ রাখা হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌর এলাকায় মশক নিধন কর্মসূচি যেন হালে পানি পেয়েছে। হাসপাতাল থেকে শুরু করে সরকারী বিভিন্ন স্থাপনায় চলছে মশার ওষুধ ছিটানো।
বাসা বাড়ি পরিছন্ন রাখতেও কাজ করছে পৌর কর্তৃপক্ষ।