পটুয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে ভাঙ্গনের মুখে পড়েছে চারটি ইউনিয়নের কয়েক’শ ঘর-বাড়ি
- আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে প্রভাবশালীদের প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনে ভাঙ্গনের মুখে পড়েছে চারটি ইউনিয়নের কয়েক’শ ঘর-বাড়ি। হুমকির মুখে পড়েছে গেছে সাধারন মানুষের জীবন-জীবিকা। বসতভিটা হারানোর শংকা থাকলেও, ভয়ে প্রতিবাদ করতে পারছেনা ভুক্তভোগী এলাকাবাসী।
পটুয়াখালীর গলাচিপা ও রাংগাবালীর বুড়া গৌরাঙ্গ নদী এবং কলাপাড়ার রাবনাবাদ নদী থেকে প্রতিদিন অন্তত: কুড়িটি ড্রেজার অব্যাহতভাবে বালু তুলছে।স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এভাবে বালু তোলায় বাড়ছে নদী ভাংগন। গৃহহীন হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। ভাংগনের মুখে পড়েছে চলাচলের রাস্তা-কালভার্টসহ সংরক্ষিত বনাঞ্চল। চরম ঝুঁকির মুখে পড়েছে নদী ভাংগন কবলিত গলাচিপার পানপট্টি, চর কাজল, রাংগাবালীর ছোটবাইশদিয়া ও কলাপাড়ার ধুলাসর এলাকার নদীপাড়ের বসতভিটাসহ ফসলি জমি। বন্ধ হয়ে গেছে জেলেদের মাছ ধরাও।
চিহ্নিত বালুমহালের বাইরে, বালু উত্তোলনকারীদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল- জরিমানাসহ নিয়মিত মামলা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক।
এই অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
কঠোর আইনি সুরক্ষায় দ্রুত বালু উত্তোলন বন্ধ হবে বলে আশা করে, নদী পাড়ের সাধারন মানুষ।