পটুয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নাইওর উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
বাঙ্গালির প্রথাগত সংস্কৃতির আলোকে পটুয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নাইওর উৎসব।
সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে একটি সাংস্কৃতিক সংগঠন- এ নাইওর উৎসবের আয়োজন করে। এতে জেলার ৭৫ জন কন্যাসন্তানের পিতা তাদের মেয়ে ও জামাইদের নিয়ে অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে পালকির আদলে নাইওরদের বরন করা হয়। পরে পিঠাপুলি, জৈষ্ঠ্যমাসের ফল ও বাহারি খাবার সরবরাহ করা হয়। অনুষ্ঠানের আপ্যায়নে খুসি দম্পতি ও নববধূরা।