পটুয়াখালীতে সাবেক ছাত্রলীগ নেতা মিঠুর দুই দিনের রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে পোস্ট করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক নোমান মিঠুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সকালে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদালতে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আসিব এলাহী জামীনের আবেদন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পটুয়াখালীতে বিভিন্ন সময় ইসলাম ধর্মকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজ অ্যাকাউন্টে বিভিন্ন সময় আপত্তিকর পোস্ট করতেন নোমান মিঠু। এনিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী সদর থানায় তার নামে মামলা হয়েছে।