পটুয়াখালীতে ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ ২ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন ও তার ছেলে রুবেল আকনকে আটক করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড।
দুপুর দুইটায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটককৃত দুজনকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত তারা। গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রানী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে।