পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব
- আপডেট সময় : ০৬:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। করোনার কারণে এবারও শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান ও পূজা অর্চনার মধ্যে আয়োজন সীমাবব্ধ থাকছে। কাঙ্খিত রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে না। একদিনের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাস উদযাপনে মন্দিরে আসছেন ভক্তরা। নিজেদের ও দেশের মঙ্গল কামনা এবং অপশক্তি দমনসহ সমুদ্র সৈকতে পূণ্যস্নানের মাধ্যমে নিজেকে পাপমুক্ত করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
রাসলীলা উৎসব সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনূকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব।গেলরাতে ১২টা ১ মিনিটে সতের জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমাহন সেবাশ্রম স্বাস্থ্যবিধি মেনে সেনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। একে-একে সমুদ্র সৈকতে পূণ্যস্নানের মাধ্যমে নিজেকে পাপমুক্ত করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
তবে করোনা সংক্রমণরোধে এবার হচ্ছেনা মেলা। কুয়াকাটায় তিন ধর্মের মানুষের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে।
রাস উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
উৎসব উপলক্ষে আগত পর্যটকদের জন্যেও বিভিন্ন ভ্রমণ কেন্দ্রে নিরাপত্তাসহ সকল ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ।
সারাবিশ্বে চলমান অদৃশ্য শক্তির বিরুদ্ধে প্রাণীকূলের অস্ত্র বিহীন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে পৃথিবী হয়ে উঠুক শান্তিময় এই প্রার্থনা সকলের।