পটুয়াখালী, ঝালকাঠি ও মাদারীপুরে ইলিশের জাল জব্দসহ বিভিন্ন মেয়াদে অভিযুক্তদের সাজা
- আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইলিশের প্রজনন মওসুম নিরাপদ করার অংশ হিসেবে পটুয়াখালী, ঝালকাঠি ও মাদারীপুরে জাল জব্দসহ বিভিন্ন মেয়াদে অভিযুক্তদের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পটুয়াখালীর পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪০টি জাল জব্দ করা হয়। সকাল থেকে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোষ্ট গার্ড অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৩৩ জন জেলেকে ১ বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাজাফুজ্জামান ভুইয়া ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান ১৭ জেলেকে জেল জরিমানা করেছে।
পটুয়াখালী ঝালকাঠি শরীয়তপুরে হাজার হাজার মিটার জাল জব্দ জরিমানা