পতেঙ্গায় একটি জাহাজ থেকে মালামাল চুরির সময় নয়জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি জাহাজ থেকে মালামাল চুরির সময় নয়জনকে আটক করেছে নৌ-পুলিশ। গেলরাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কর্ণফুলীর মোহনায় এমভি-২ নামে একটি জাহাজ স্ক্র্যাপ মালামাল নিয়ে দাঁড়িয়েছিল। এসময় এসব স্ক্র্যাপ চুরির চেষ্টা চালাচ্ছিল সংঘবদ্ধ একটি চোরচক্র। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ওই জাহাজে অভিযান চালায়। পরে সেখান থেকে ওই জাহাজের দু’জন স্টাফসহ ৯ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটক জাহাজের দু’জনের সহায়তায় এই চুরি সংঘটিত হচ্ছিল বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনার পেছনে আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।