পথে থাকে বলেই নাম তার পথ শিশু
- আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পথে থাকেই বলে, নাম তার পথ শিশু। সমাজের অধিকাংশ নাগরিকের দৃষ্টিভঙ্গী এমনটাই । তুচ্ছ ও তাচ্ছিল ভাবে সমাজে বেড়ে উঠা এই শিশুগুলো একসময় হারিয়ে ফেলে তাদের জীবনের স্রোত। হয়ে উঠে সমাজের সবচেয়ে বড় বোঝা। কিন্তু তাদেরও যে রঙিন স্বপ্ন ও সুপ্ত প্রতিভা রয়েছে, অনেকই তা ভুলে যায়। পথশিশু নিয়ে কাজ করা সমাজ কর্মি শুভার্থী সাহা বলছেন, মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা গেলে তারা হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় মানব সম্পদ। এদিকে, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পথ শিশুসহ দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
বড় হয়ে কেউ পুলিশ, কেউ বা ডাক্তার আবার কেউবা নায়ক হবার স্বপ্ন বুনছেন রাজধানীর ধানমন্ডি লেকের এক ঝাঁক ভাসমান পথ শিশু। তাদের সাথে একান্ত আলাপচারিতায় উঠে আসে তাদের জীবনের নানা রঙিন চিত্র। কিন্তু স্বপ্নবাজ এই ভাসমান শিশুগুলো আদো কি জানে ? তাদের জীবন যুদ্ধের গতিপথ। তবে তারা বলছেন, তাদের এই অদম্য ইচ্ছেকে সাহস যোগাচ্ছে পথ শিশুদের নিয়ে কাজ করা শুভার্থী সাহা নামে এক সমাজ কর্মি। তাদের প্রতিনিয়ত খাবার, পড়াশুনা, ও বই খাতা সহ নানা উপকরণ দিয়ে সহায়তা করে যাচ্ছেন বলে জানান শিশুরা।
পথ শিশুদের নিয়ে কাজ করা শুভার্থী সাহা বলেন, সুবিধা বঞ্চিত এই সব শিশুদের মধ্যে ব্যাপক সুপ্ত মেধা রয়েছে। তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করা গেলে তারা মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে জানান তিনি। এদিকে, ছিন্নমূল অসহায় পথ শিশুদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। মানবেতার সেবায় শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশে ছয় লাখেরও বেশি পথশিশু বসবাস করছে। যার মধ্যে ৭৫ শতাংশই রাজধানী ঢাকায় বসবাস করে।