পদত্যাগের পর মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পদত্যাগের একদিন পর মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
এক সংবাদ সম্মেলনে মোরালেসকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা জানান মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রাদ। তিনি বলেন, সরকারি একটি বিমানে মোরালেস মেক্সিকোয় পৌছেছেন। দেশ ছাড়ার আগে মোরালেস তার সমর্থকদের ‘অন্ধকারের শক্তিগুলোকে’ প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, বলিভিয়া ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে, তিনি আবার ‘বল ও শক্তি’ নিয়ে ফিরে আসবেন। গেল রোববার আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলিভিয়ার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে তিনি নতুন নির্বাচন দেয়ার ষোষণা দেন। বিক্ষোভকারীদের দাবি ও সেনা বাহিনীর চাপের মুখে অবশেষে তিনি পদত্যাগ করেন।