পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিক্ষোভের মুখে বলিভিয়ার নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস।
স্থানীয় সময় রোববার আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো গেলো ২০ অক্টোবরের বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে ‘জালিয়াতির স্পষ্ট প্রমাণ’ পেয়েছে জানিয়ে নির্বাচনের ফল বাতিলের আহ্বান জানায়। তাদের দাবি মেনে নিয়ে নতুন নির্বাচন ও দেশটির নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। তবে বিক্ষোভকারীরা তার পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা নেয়। এর কয়েক ঘন্টা পরই তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। একইসাথে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট ও সিনেট প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পদত্যাগের পর আনন্দ মিছিল করেছে বিক্ষোভকারীরা।