পদত্যাগ করেছেন ব্রাজিলের তিনবাহিনীর প্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পদত্যাগ করেছেন ব্রাজিলের তিনবাহিনীর প্রধান। এমন সময় তারা সরে দাঁড়ালেন, যখন নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোকে।
সামরিক বাহিনীর ওপর বলসোনারোকের অযাচিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বলে, পদত্যাগ করা তিন প্রতিরক্ষা প্রধান অভিযোগ করেছেন। এর আগে ব্রাজিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দরুণ ইতোমধ্যে তার জনপ্রিয়তা তলানিতে নেমেছে। বছর দুয়েক আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়লেও তিনি কোয়ারেন্টাইনের বিরোধিতা করেন। এই বিষয়ে তার যুক্তি ছিলো, কোভিড-নাইনটিনে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, কোয়ারেন্টাইনে তার চেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে।