পদত্যাগ কোনো সমস্যা নয়, নির্বাচনী বিধি মালা মেনেই আসন্ন সিটি নির্বাচনে অংশ নিতে চান
- আপডেট সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পদত্যাগ কোনো সমস্যা নয়, নির্বাচনী বিধি মালা মেনেই আসন্ন সিটি নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র সাঈদ খোকন এবং আতিকুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা আরো বলেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরীর উন্নয়নের ধারা বজায় রাখাতেই এবারের নির্বাচনে প্রার্থী হতে চান এবং সরকারি দল থেকে ইতিবাচক সাড়া পাবেন বলেও আশা ব্যক্ত করেন তারা।
আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গেল রোববার রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র জমা নেয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২ জানুয়ারি হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। ভোটারের দরজায় নির্বাচন যখন কড়া নাড়ছে; তখন তার স্পষ্ট প্রভাব পড়েছে দুই সিটির নির্বাচিত মেয়রের উপর। কোনো অনুষ্ঠানে গেলে শুরুতেই জনসংযোগে নেমে পড়েন ভোটারদের মন জয়ে। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুষ্ঠানে দেখা যায় সেই দৃশ্য।
এদিন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্বর্ধনার আয়োজন করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে দুই মেয়র জানালেন, ইভিম পদ্ধতির ভোট এবং নির্বাচনের আগে পদত্যাগে ইসির দেয়া সিদ্ধান্ত মেনে চলা হবে। একই সঙ্গে নির্বাচনে মনোনয়ন পাওয়ার বিষয়ে নিজেদের প্রত্যাশা ও দুই সিটির উন্নয়নে নিজেদের অঙ্গীকার তুলে ধরেন তারা
একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলেও নিজেদের প্রত্যাশার কথা জানান তারা