পদ্মার ভাঙন আর নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল আজো বন্ধ
- আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পদ্মার ভাঙন আর নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল আজো বন্ধ রয়েছে। ফলে, পাটুরিয়া- দৌলতদিয়ায় প্রতিসিনই বাড়ছে যানবাহনের সারি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও শ্রমিকরা।
এখনো চালু হয়নি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরী চলাচল। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের মূল চ্যানেলে নাব্যতা সংকট থাকায় কোনো ফেরিই চলাচল করতে পারছে না। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মো: ফারুক হোসেন বলেন, মূল চ্যানেলের প্রবেশ পথে নাব্যতা সংকট আর বিকল্প চ্যানেলে আট ঘণ্টার মতো সময় লাগে। এ অচলাবস্থার কারণে দীর্ঘদিন ধরে শত শত পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে থাকায় চালক ও শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে লঞ্চ ও সি-বোট চলাচল স্বাভাবিক রয়েছে।
পাটুরিয়া- দৌলতদিয়ায় প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই বিনয় চক্রবর্তী বলেন, শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের ভিড়। পাটুরিয়ার দুই টার্মিনালে অপেক্ষা করছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো.জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ১৯ টি ফেরি যানবাহন পারাপার হয়েছে। এদিকে পাটুরিয়ায় যানবাহনের যানজট এড়াতে শিবালয় থানা পুলিশ উথুলি সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে।