পদ্মাসেতুর নিরাপত্তার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে রাজী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পদ্মাসেতুর নিরাপত্তার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে রাজী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে একথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। এই সেতুর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলবে না। সেতুর সাথে ফেরির ধাক্কা ঠেকাতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, মাওয়াঘাটে প্রায় এক মাস ধরে ফেরি বন্ধ আছে। সেজন্য দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।