পদ্মাসেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং জীবনমানের উন্নতি হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন এবং জীবনমানের উন্নতি হবে। সকালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় তিনি বলেন, সরকারের লক্ষই হচ্ছে দেশের দারিদ্র বিমোচনের মাধ্যমে জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
একইসঙ্গে বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে এগিয়ে নেয়া।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষার পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে সরকার।
ক্ষতি কাটিয়ে উঠতে করোনার দু’বছরে প্রনোদনা দিয়ে অর্থনীতির চাকা সচল রাখার ব্যবস্থাও গ্রহন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।