পদ্মায় আবারো বেড়েছে স্রোতের গতিবেগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পদ্মায় আবারো বেড়েছে স্রোতের গতিবেগ। চালু হওয়ায় সাত দিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের ফেরি চলাচল।
গেলো সোমবার দুপুর থেকে এ নৌ-রুটে সব ধরনের ফেরী চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কতৃর্পক্ষ। এর আগে পর পর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরী ধাক্কা লাগার ঘটনায় ও পদ্মায় প্রচন্ড স্রোত বেড়ে যাওয়া এ নৌ-রুটে টানা ৪৭ দিন ফেরী চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, গত কয়েক দিন পদ্মায় স্রোতের মাত্রা ছিলো ৩ নটিক্যাল মাইল। আজ সেখানে ৪ নটিক্যাল বেগে স্রোত বইছে। এতে ফেরী চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠায় পদ্মা সেতুর নিরাপত্তার কারনে সোমবার বেলা সাড়ে ১২ টা থেকে অনিদিষ্ট কালের জন্য ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।