পদ্মা অয়েল কোম্পানীর দুর্নীতির ব্যবস্থা নেবে দুদক
- আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
এসএ টিভিতে সংবাদ প্রকাশের জের ধরে পদ্মা অয়েল কোম্পানীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান কার্যালয়ের অনুমতি পেলে পর্যায়ক্রমে সবকটি অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। আর বিশ্লেষকরা বলছেন, আর দশটা প্রতিষ্ঠানের মতো দায় এড়ানো তদন্ত করলে, জ্বালানি খাতের অনিয়ম বন্ধ হবে না।
পদ্মা অয়েল কোম্পানীর কার লোন সুবিধা নেয়া অন্তত ২২ জন কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি অফিসের কাজে ব্যবহার দেখিয়ে, প্রতি মাসে কোটি কোটি টাকা বিল তুলে নিচ্ছেন। এছাড়া চাকরির মেয়াদ শেষেও অফিস করার ঘটনা। তেল ও বিটুমিন চুরি এমনকি নিয়োগ জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাইজ পোস্টিং নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে এসএটিভি।
বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না বলে মনে করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, তেল বিপনন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক দিনের পুরোনো। একাধিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হলেও খুব একটা ব্যবস্থা নেয়ার নজির নেই। তাই বার বার দায় এড়ানো তদন্ত করলে জ্বালানি খাতের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যাবে না।
এদিকে সংবাদ প্রকাশের আগে, অন্তত ৫ দিন ধর্ণা দিয়ে পদ্মা অয়েলের এমডির দেখা পায়নি এসএটিভি। তবে ভেতরে ঢোকার আগেই ক্যামেরা রেখে দেন তার ব্যক্তিগত সহকারী। বাধ্য হয়ে, হিডেন ক্যামেরায় বক্তব্য রেকর্ড করে এসএ টিভি। ফুটেজ-৩ সংবাদ প্রকাশের পর এই বিষয়ে ক্ষোভ জানিয়ে একাধিক এসএমএস করার পাশাপাশি হুমকিও দেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান।