পদ্মা নদীকে নাল দেখিয়ে দালাল চক্রের ৪৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা
- আপডেট সময় : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পদ্মা নদীকে নাল দেখিয়ে দালাল চক্রের ৪৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার বড় ধরনের একটি অপচেষ্টা ভণ্ডল হয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি অনুসারে একটি মৌজায় মাত্র ৩১ একর জমি নাল থাকলেও জালিয়াতির মাধ্যমে আরও ১৯৫ একর নদীকে নাল দেখিয়ে বিল উত্তোলনের চেষ্টা করা হয়। তবে এটি আটকানো গেছে মাদারীপুর জেলা প্রশাসকের কঠোর অবস্থানের কারণে। এমনটাই দাবি করেছে জেলা প্রশাসন।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প থেকে নদী শাসন প্রকল্পের সুবিধার্থে ২০১৭ সালের ৫ জানুয়ারী পদ্মা নদী তীরের শিবচরের ৬টি মৌজায় ২২৬.২৭ একর জমি অধি গ্রহনের প্রস্তাব করা হয়। পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষর চিঠির প্রেক্ষিতে ২০২০ সালের মার্চে সংশ্লিষ্ট যাচাই কমিটি জেলা প্রশাসনের কাছে অধিগ্রহনের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিল করে। নদী দৃশ্যমান হওয়ায় বিষয়টি নিয়ে জমি সংক্রান্ত জটিলতাও সন্দেহ দেখা দিলে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল।
তদন্ত কমিটির প্রধান ও জেলা প্রশাসক তুলে ধরেন নদীকে নাল দেখানোর দুর্নীতির ভয়াবহ চিত্র। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে রক্ষা পায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ।
দুর্নীতির বিরুদ্ধে এ উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় সংসদ সদস্য।
ডিজিটাল পদ্ধতিতে তদারকির সাথে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে। এটি বড় ধরনের দৃষ্টান্ত বলে মনে করেন সংশ্লীষ্টরা।