পদ্মা নদীর বুকে বাঁধ দিয়ে ট্রাক চলাচলের সড়ক নির্মাণ করেছেন এক আওয়ামী লীগ নেতা
- আপডেট সময় : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সারাদেশে যখন নদী দখলের বিরুদ্ধে জোরালো অভিযান চলছে, তখন রাজশাহীতে পদ্মা নদীর বুকে বাঁধ দিয়ে ট্রাক চলাচলের সড়ক নির্মাণ করেছেন এক আওয়ামী লীগ নেতা। নদীর ওপার থেকে বালু আনতেই তার এমন অবৈধ দখল। তবে এর প্রতিবাদে সরব, পরিবেশবাদী সংগঠনগুলো। আর জেলা প্রশাসন বলছে, এ বাঁধ দ্রুত অপসারণ করা না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
পদ্মার ওপারে বালুমহাল ইজারা নিয়েছেন মেসার্স আমিন ট্রেডার্সের মালিক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। প্রতিদিন শত শত ট্রাক বালু তোলা হচ্ছে নগরীর তালাইমারীর এই ঘাট দিয়ে।তবে এবার নৌকার ওপর ভরসা না করে বালু পার করতে নিজেই সড়ক নির্মাণ করেছেন নদীর বুকে।
প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার এমন তুঘলকি কাণ্ডে ক্ষুব্ধ পরিবেশবাদী সংগঠনগুলো। এরই মধ্যে আন্দোলনেও নেমেছে তারা। তবে তিনদিনের মধ্যে এ বাঁধ না সরালে আইনীপথেই হাঁটবে প্রশাসন-এমন হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি আজিজুল আলম বেন্টুর।