পদ্মা সেতুতে শেষ রোড স্ল্যাব বসেছে আজ
- আপডেট সময় : ০১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে শেষ রোড স্ল্যাব বসেছে আজ। ফলে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে ছয় দশমিক ১৫ কিলোমিটার সেতুর সড়কপথ। যানবাহন চলাচলের জন্য বাকি শুধু পিচ ঢালাই।
সকালে এই স্ল্যাব বসানো হয়। পদ্মাসেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ‘২-এফ’ স্প্যানের ওপর সর্বশেষ স্ল্যাবটি বসানোর মাধ্যমে কাজ সম্পন্ন হয়। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট দু’হাজার ৯১৭টি রোড স্ল্যাব বসানো হলো। ৪২টি পিলারের ওপর ৪১ টি স্প্যানে এসব স্ল্যাব বসানো হয়েছে। একেকটি স্ল্যাবের দৈর্ঘ্য ২২ মিটার এবং প্রস্থ ২- ২.১৫ মিটার পর্যন্ত। প্রতিটি স্প্যানে গড়ে ৬৯ টি স্ল্যাব বসে। ২০১৯ সালের মার্চ মাসে জাজিরা প্রান্তে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। এদিকে, এর আগে চলতি বছরের আগষ্ট মাসে মূল সেতুতে ২ হাজার ৯শ’ ৫৯টি কংক্রিট রেলোওয়ে স্ল্যাব বসানো শেষ হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিচ ঢালাইয়ের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। তবে, কাজটি শুরু হবে অক্টোবরের শেষ দিকে। স্ল্যাব বসানোর মাধ্যমে কংক্রিটের পথ তৈরি হবে। এর প্রথম দুই মিলিমিটারে পানিনিরোধক একটি স্তর বসানো হবে।