পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকের সঙ্গে বাঘা বাঘা ব্যক্তিরা জড়িত : কাদের
- আপডেট সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের পেছনে বিশ্বব্যাংক একা নয়, দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তিও জড়িত বলে দাবি করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে গণমাধ্যমে কথা বলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের ব্যাপারে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতায় বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়ন হোক, এটি দেশের অনেকেই চায়নি। সকল বাধ-বিপত্তি পেরিয়ে শেখ হাসিনার দৃঢ়তায় পদ্মা সেতুসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসময় বাজেটের জন্য ৫০৭ মিলিয়ন ডলার সহায়তার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগে যে উন্নতি হয়েছে, তা আগে হয়নি। ব্যাপক উন্নয়নের পরও সড়কে যেসব দুর্ঘটনা ঘটে, প্রাণহানি হয় তা খুবই দুঃখজনক। সড়ক নিরাপত্তা প্রকল্পে বিশ্বব্যাংকের ৫ হাজার কোটি টাকার যে অর্থায়ন তা যেন যথাসময়ে বাস্তবায়িত হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।