পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নাশকতার আশঙ্কা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতা হতে পারে জানিয়ে তিন বাহিনীর প্রধানসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। মোকাবিলায় পদ্মা সেতুসহ গুরুত্বপুর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ’এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেদায়েত উল্যাহ সীমান্তের প্রতিবেদন।
স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভাচূয়ালী অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমানসহ তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, এসএসএফ’র কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফসহ সকল বাহিনী এগিয়ে যাচ্ছে। বলেন, দেশে সকল ক্ষেত্রে আধুনিকায়ন হওয়ায় জঙ্গিবাদ দমনে বাহিনীগুলো সফলতার পরিচয় দিচ্ছে।
তিনি বলেন, দেশের উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পদ্মা সেতু সম্পন্ন করা হয়েছে। যা উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতা হাতে পারে।
পদ্মাসেতু নিয়ে ড.ইউনুসের মিথ্যা অপবাদের কড়া সমালোচনা করেন সরকার প্রধান ।
দেশে করোনা আবারো বাড়ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।