পদ্মা সেতুর কারণে লঞ্চে যাত্রী কম হলেও, ঈদকে সামনে রেখে সদরঘাটে চাপ বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর কারণে লঞ্চে যাত্রী কম হলেও, ঈদকে সামনে রেখে সদরঘাটে চাপ বেড়েছে। শনিবার পর্যন্ত কোন লঞ্চের কেবিন ফাঁকা নেই।তবে, ঈদে চাপ থাকলেও, পরে যাত্রী নিয়ে শঙ্কা দেখা দেবে বলে জানান লঞ্চ মালিকরা। সম্প্রতি লঞ্চে যাতায়াত কমিয়ে দিয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র এটি। ঈদ উপলক্ষে প্রতিবার ঘাটে যাত্রীর ভিরে তিল ধারণের ঠাঁই না থাকলেও, এবার পরিস্থিতি ভিন্ন। পদ্মা সেতু চালুর পর, লঞ্চ যাত্রায় ভাটা পড়েছে। তবে, দেশের দক্ষিণাঞ্চলের নিয়মিত যাত্রীরা বাসে নয় লঞ্চেই ভ্রমণ উপভোগ করেন বলে জানান, তারা। লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে প্রতি যাত্রায় কয়েক লাখ টাকা লোকশান গুনতে হয়েছে। ঈদের উপলক্ষে যাত্রী চাপ আরো বাড়বে বলে মনে করছেন লঞ্চ মালিকরা।