পদ্মা সেতুর টোল হার পুন:নির্ধারণের দাবী
- আপডেট সময় : ০৯:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আগামী মাসেই খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। তবে এরই মধ্যে সেতু পারাপারে টোলের নির্ধারিত হার নিয়ে, প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ী নেতা ও পরিবহন মালিক নেতারা। তারা বলেছেন, বাড়তি টোলের মাশুল সাধারণ মানুষকেই গুণতে হবে। টোল হার পুন:নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
দিনক্ষণ চূড়ান্ত না হলেও জুন মাসের শেষ সপ্তায় যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে এই সেতু নতুন দিগন্ত উম্মোচন করবে।
পদ্মা পারাপারের জন্য সরকার টোল হার ঘোষণা করেছে। মোটরসাইকেল ১০০ টাকা, প্রাইভেট কার ও জিপ ৭৫০ টাকা। পিকআপ ১২শ; মাইক্রোবাস ১৩শ, ছোট বাস ১৪শ, ছোট ট্রাক ১৬’শ মাঝারি বাস ২ হাজার, ট্রাক ২১শ’, মাঝারি ট্রাক ২৮শ টাকা, ৩ এক্সেল ট্রাক ৫ হাজার ৫শ টাকা, ৪ এক্সেল ট্রেইলার ৬ হাজার টাকা, এরপর প্রতি এক্সেলের জন্য ১৫০০ টাকা হারে যোগ হবে।
টোলের এ হারকে অস্বাভাবিক বলে মনে করেন ব্যবসায়ী নেতা ও পরিবহনের সাথে জড়িত মালিকরা। তার বলছেন টোলের এই টাকার মাসুল গুনতে হবে সাধারণ মানুষকে। ফলে বাড়বে দৈনদিন ব্যয়ের পরিমান।
এসএটিভির জনপ্রিয় টকশো এসএটিভি সংলাপে অংশ নিয়ে, নির্ধারিত টোল হার জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে দাবি করে, সমালোচনা করেন পরিবহন মালিকরা।
তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে টোল হার পুনর্নিধারণের দাবি জানান।
টকশোতে ব্যবসায়ী নেতারা বলেন, ফেরীর চেয়ে সেতুর টোল বেশি হতে পারে না।
সেতু চালুর আগে, টোল হার পুননির্ধারণ করা হবে বলে আশাবাদ জানান টকশো.র আলোচকরা।