পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে রাতের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরী চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গেলো কয়েক দিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার বলে পরিচিত পদ্মায় প্রচন্ড স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে রাতের বেলায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে দিনের বেলায় নামে মাত্র তিন চারটি ফেরী দিয়ে শুধুমাত্র ছোট গাড়ী পারাপার করা হলেও দুপুর থেকে ফেরী চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় ফেরী কতৃপক্ষ। এ সময়ে ঘাটে আসা যানবাহন গুলোকে ঘুরিয়ে বিকল্প পথ ব্যাবহারের নির্দেশ দেয় ঘাট কতৃপক্ষ। বিআইডব্লিউটিসির
সহ-মহাব্যাবস্থাপক সফিকুল ইসলাম জানায়- উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে এ নৌপথে পদ্মায় প্রবল স্রোতের সৃষ্টি হচ্ছে। এসব কারণে এ নৌপথে ফেরী চালানো সম্ভব হচ্ছে না। তাই জান মালের নিরাপত্তায় অনির্দিষ্ট কালের জন্য ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে স্রোতের মাত্রা কমে আসলে আবারো সিমিত পরিসরে ফেরী চলাচল শুরু করবে।