পদ্মা সেতুর সুফল পেতে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন করার দাবি
- আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর সুফল পেতে অবিলম্বে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন করার দাবী জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ যাত্রীরা। পদ্মা সেতু উদ্বোধনের পর এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। এমন পরিস্থিতিতে ছয় লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণের কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে সওজ ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা।
বরিশাল থেকে পদ্মার পশ্চিম তীরের কাঠালবাড়ি পর্যন্ত সড়ক পথের দূরত্ব ১শ’ ২৫ কিলোমিটার। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর আর থেমে থেমে যান চলবে না। একটির পেছনে আরেকটি যান চলবে এই মহাসড়কে। মন্থর হবে গতি। বিশেষ করে ৯৭ কিলোমিটার মহাসড়কের কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে যানজট ভয়াবহ আকার ধারন করবে– ধারণা পরিবহন শ্রমিক ও যাত্রীদের।
পদ্মা সেতুর সুফল পেতে দ্রুততার সাথে ভাঙ্গা-বরিশাল ছয়লেন সড়ক নির্মানের দাবী জানান তারা।
পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হলেও অনেক সমস্যা থেকেই যাচ্ছে বলে জানান বরিশাল চেম্বার সভাপতি।
পরিস্থিতি সামলাতে আপাতত সড়কের দুই পাশ প্রশস্তকরণ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সড়ক কর্তৃপক্ষ এবং বিভাগীয় কমিশনার।
২০১৮ সালে বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশালে সরবরাহসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।