পদ্মা সেতুর ৩৯ তম স্প্যান বসানো হয়েছে
- আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝ নদীতে সেতুর ১০ ও ১১ নাম্বার পিলারে ৩৯ তম স্প্যান বসানো হয়েছে ।এরফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো।
আর ৪২ টি পিলারের উপর ৪১টি স্প্যানের মধ্যে বাকী রইলো মাত্র দুটি স্প্যানের ৩শ’ মিটার অংশ। সেতুর বাকী ৪০ তম স্প্যান ১১ ও ১২ নাম্বার পিলারে এবং ৪১ তম স্প্যান ১২ ও ১৩ নাম্বার পিলারের উপর বসানো হলেই পুরোপুরী দৃশ্যমান হবে স্বপ্নের এ পদ্মা সেতু। পদ্মা সেতুর সংশ্লিস্টরা জানায়, সকাল ৯টা ১৫ মিনিটে ধূসর রঙ্গের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই- বহন করে মাত্র আধা ঘন্টার মধ্যে সেতুর পিলার দুটির কাছে এসে পৌঁছায় ।এর পরে ইঞ্চি ইঞ্চি করে দীর্ঘ সময় ধরে এ্যাকংরিয়ের মাধ্যমে দেশী বিদেশী প্রায় দুশো শ্রমিককের প্রচেস্টায় বেলা ১২ টা ২০মিনিটে স্প্যানটি পুরোপুরি বসাতে সক্ষম হয়।