পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্প আগামী বছরের জুন নাগাদ উদ্বোধন করা হবে: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্প আগামী বছরের জুন নাগাদ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই করোনাকালেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই সরকারের মূল চ্যালেঞ্জ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোববার সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা সংকট মোকাবিলাসহ দেশের উন্নয়ন ধরে রাখতে সরকারের নানা পদক্ষেপের অগ্রগতি তুলে ধরেন তিনি।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চারটি মেগা প্রকল্প দুই হাজার বাইশ সালের জুন মাসের মধ্যেই উদ্বোধন করা হবে।
ক্ষমতায় থেকে অনেকের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রসংগে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল ও প্রশাসনে শুদ্ধি অভিযান চলছে।
উন্নয়ন ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা থাকা দরকার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপির আহ্বান অযৌক্তিক।