পদ্মা সেতু নিয়ে বিতর্কে জড়ালেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতু নিয়ে বিতর্কে জড়ালেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রস্তাবিত বাজেটের ওপর এক আলোচনায় তর্কে জড়ান তারা। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যমুনা সেতু এবং কর্ণফুলী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় হরতাল ডেকেছিলো আওয়ামী লীগ। কিন্তু পদ্মাসেতুতে বিএনপি কখনো হরতাল ডাকেনি। তাতেই বোঝা যায় উন্নয়ন-বিরোধী কারা। জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হরতাল দেয়ার কোনো সক্ষমতা ও জনভিত্তি নেই বিএনপির।
ঢাকার একটি হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।
আলোচনাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমলে দেশে এতো দুর্নীতি ও লুটপাট হয়েছে যে, সেই বিপুল অর্থ দেশে পার্কিং করা সম্ভব না হওয়ায় বিদেশে পাচার করতে হয়েছে।
তবে পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের চাহিদা বুঝেই রাজনীতি করে। আওয়ামী লীগের রাজনীতি বুঝতে বিএনপির আরো সময় লাগবে।
সুশাসন ধ্বংস করে আওয়ামী লীগের উন্নয়ন যদি জনগণ গ্রহণ করেই থাকে, তবে নিরপেক্ষ নির্বাচন দিতে তাদের এতো ভয় কেন, সে প্রশ্ন তোলেন বিএনপি নেতা আমির খসরু।