পদ্মা সেতু শুধু সেতু নয়, আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
পদ্মা সেতু শুধু সেতু নয়, বাংলাদেশের আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শুধু ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়া নয়, নিজস্ব অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। গণভবনে পদ্মা সেতুর নির্মাণের জন্য গৃহীত ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার চেক হস্তান্তর করে সেতু বিভাগ।
উত্তাল পদ্মার বুকে নিজস্ব অর্থায়ণে তৈরী হওয়া স্বপ্নের পদ্মা সেতু আজ বাংলাদেশের আত্মমর্যাদার প্রতিক। সড়কপথ চালুর ৯ মাসের মাথায় মঙ্গলবার লোয়ার ডেকে পরীক্ষামূলকভাবে চলে ট্রেন। টেস্ট রানে পূর্ণতা পায় দু’পাড়ের মানুষের স্বপ্ন।
পদ্মা সেতু চালুর পর গণভবনে গৃহীত সরকারি ঋণের চেক হস্তান্তরের প্রথম অনুষ্ঠান। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিস্তির চেক হিসেবে ৩শ ১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার ঋণ পরিশোধের প্রতীকি চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে পদ্মাসেতুকে দেশের সক্ষমতার প্রতীক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী।
বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো বলে জানান তিনি।
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন সরকার প্রধান।
ফায়ার সার্ভিসের কর্মীদের উপর চড়াও হওয়া ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।