পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ট্রেন চলবে সেপ্টেম্বরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নির্মিত রেলপথ খুলে দেয়া হবে আগামী সেপ্টেম্বরে। এতে উচ্ছ্বসিত পদ্মার দুই পারের বাসিন্দারা।
প্রথম ধাপে খুলবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে মাওয়া অংশের ৪২ দশমিক দুই-শূন্য কিলোমিটার রেললাইন তৈরির কাজ শেষ হয়েছে। মাওয়া স্টেশনের শেষ মুহূর্তের কাজে বিরাম নেই শ্রমিকদের। দৃষ্টিনন্দন স্টেশনটিতে থাকছে আধুনিক সব ব্যবস্থা। যাত্রী পারাপারে থাকছে আন্ডারপাসও। পদ্মা পারের জাজিরা অংশেও চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত হচ্ছে পদ্মা স্টেশন। দৃশ্যমান হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা রেল জংশন। এরই মধ্যে জংশনে নির্মাণ হয়েছে ১৪টি বিল্ডিং। চালু হবে মাওয়া, শিবচর, পদ্মা ও ভাঙ্গা রেলস্টেশন।