পদ টিকিয়ে রাখতে আত্মসমর্পণ করেছেন ওবায়দুল কাদের: কাদের মির্জা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ টিকিয়ে রাখতে আত্মসমর্পণ করেছেন বলে অভিযোগ তার ছোট ভাই- আবদুল কাদের মির্জার।
বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে বক্তব্য দিতে গিয়ে কাদের মির্জা বলেন, একরাম চৌধুরীর বহিষ্কার পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবীতে আগামী রোববার কোম্পানীগঞ্জে সর্বত্র আধাবেলা হরতাল পালিত হবে। ভার্চুয়াল প্রোগ্রামে ওবায়দুল কাদের যোগ না দেয়ায় কাদের মির্জা বলেন, কথা না রাখার লক্ষ্মণ, অপশক্তির কাছে মাথানত করা। বিএনপি-জামায়াতের সাথে রাজনৈতিক সহাবস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।