পবিত্র কাবা শরীফে লাগানো হয়েছে নতুন গিলাফ

- আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৭৯০ বার পড়া হয়েছে
পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ লাগানো হয়েছে। পুরনোটি সরিয়ে নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবার এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতি বছর ৯ জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে, এবার হিজরি নববর্ষের প্রথম দিন গিলাফ পাল্টানো হলো।
গিলাফ পরিবর্তনের সময় মসজিদুল হারামের কর্তৃপক্ষের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে গিলাফ পরিবর্তনে দু’শ কর্মী অংশ নিয়েছেন। পরিবর্তন করতে সময় লেগেছে চার ঘণ্টা। কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে ৬৭০ কেজি কাঁচা সিল্ক দিয়ে। এগুলোতে কালো রঙ করা হয়েছে। গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনালী রঙের সুতা এবং ১০০ কেজি রুপালী রঙের সুতা ব্যবহার করা হয়েছে। ৬৫৮ বর্গমিটারের গিলাফটি ৪৭টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর নাম ও গুণাবলি।