পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে: হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
পরাজয়ের ভয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
দুপুরে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিকসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।