পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্যের চেষ্টা চলছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি’র জনপ্রিয় নেতাদের মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সরকার বিচারবিভাগসহ একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দলের অনেক সিনিয়র নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার বিএনপিকে নেতৃত্ব শুন্য করার মহাপরিকল্পনা করছে।
আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের হোতা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোষারোপ পরিহার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। সম্প্রতি কূটনৈতিকদের সাথে সাক্ষাতের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান , বিদেশিদের আমন্ত্রণেই তাদের সাথে দেখা করে বিএনপির প্রতিনিধিরা।