পরিবেশ রক্ষায় টেকসই উৎপাদনে ব্যর্থ হলে হু’মকিতে পড়বে রপ্তানি
- আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শিল্পোৎপাদনে পরিবেশ রক্ষায় দেশে সাসটেইনেবিলিটি রিপোর্টিং আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞরা। ঢাকার ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারে এ আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ভবিষ্যত প্রজন্ম ও রপ্তানীর স্বার্থে পরিবেশ রক্ষা করে পণ্য উৎপাদন করতে হবে। পাশাপাশি লাভ-ক্ষতি সম্পর্কে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থ হলে এলডিসি গ্রাজুয়েশনের পর বিশ্ববাজারে আর টিকে থাকা যাবে না। পশ্চিমা বিশ্বের চাপের আগেই নিজেদের মতো করে প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তারা।
রাজধানীর ব্র্যাক সেন্টারে, দেশের পরিবেশ রক্ষায় ও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ‘বেসরকারি খাতের টেকসই প্রতিবেদন : প্রত্যাশা ও অভিজ্ঞতা” শীর্ষক সেমিনারের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
সেমিনারে বক্তারা বলেন, সাসটেইনেবিলিটি প্রতিবেদন সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে অংশীজনদের স্পষ্ট ধারণা তৈরি করবে।
দেশের বিদ্যমান নীতি-কাঠামো সাসটেইনেবিলিটি প্রতিবেদন নিশ্চিতে সক্ষম নয় বলে জানান সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
আগামীতে দেশের বেসরকারি খাতের টেকসই উৎপাদনে পরিবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে বাধ্যবাধকতা নিশ্চিত করতে আইনের প্রয়োজন বলে মত দেন, পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এলডিসি গ্র্যাজুয়েশনের দ্বারপ্রান্তে দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি বাড়াতে সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশের বিকল্প নেই বলে জানান বক্তারা।