পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর

- আপডেট সময় : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ে ক্যালকুলেটর নিয়ে প্রবেশে বাধা দেয়ায়, মাদারীপুরের শিবচরের দুই কেন্দ্রে বিক্ষোভ ও ভাংচুর করেছে পরীক্ষার্থীরা। এ ঘটনায় এক শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়ায় বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষ করে, মাদারীপুরের শিবচর নন্দ কুমার মডেল ইনষ্টিটিউশন কেন্দ্রে ৩০টি কক্ষ ভাংচুর করে শিক্ষার্থীরা।এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে, শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ১০টি কক্ষ ভাংচুর করে বিক্ষুদ্ধ শিক্ষাথীরা। তারা বিদ্যালয় বিভিন্ন কক্ষের সিসি ক্যামেরাও ভেঙে ফেলে। এঘটনায় ১ জন শিক্ষক ও ১০ জন ছাত্রছাত্রী আহত হয়। পরে স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম থাকলেও শিবচর নন্দকুমার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে বাধা দেয়ায়, ভাংচুরের ঘটনা ঘটে।