পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশে জাতীয় সংসদে বিল পাস হয়েছে
- আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। ফলে ফলাফল প্রকাশে আর কোনো বাধা থাকলো না। দ্রুতই গেজেট প্রকাশের পর ফল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রোববার সংসদে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। করোনার কারণে পরীক্ষা ছাড়া অটো পাস বিষয়ে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১’ সংসদে পাস হয় । পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দু’দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। করোনার কারণে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে পারেনি। মাসের পর মাস অপেক্ষা করেও পরীক্ষা নেয়ার মত পরিস্থিতি তৈরি না হওয়ায় গত ৭ ই অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পঞ্চম ও অষ্টমের সমাপনীর মত এইচএসসি পরীক্ষাও নেয়া যাচ্ছে না।