পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানবন্ধন এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সকালে নগরীর সাহেবাবাজার জিরো পয়েন্টে এ কর্মসুচি পালিত হয়। শিক্ষার্থীরা জানায়, করোনা সতর্কতায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। সরকার চাইলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া সম্ভব। বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে সেশনজট বাড়ছে ।ফলে হাজার হাজার শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে চলমান পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয় মানবন্ধন থেকে। একই দাবিতে কাল সকাল ১০ টায় জিরো পয়েন্টের রাস্তায় প্রতিকী পরীক্ষা অনুষ্ঠানের কর্মসুচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।কর্মসুচিতে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।