পরীমণির সঙ্গে সখ্যতার কাণ্ড ফাঁস-সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার
- আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
তদন্তের সুযোগে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সখ্যতার কাণ্ড ফাঁস হওয়ায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তা গোলাম সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার করেছে ডিএমপি। বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতোমধ্যেই। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি ও ডিবির কর্মকর্তারা। আর পরীমণির মামলার তদন্তভার এখন সিআইডির কাছে।সুর্নিদিষ্ট অভিযোগে গেল বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ মদসহ বনানীর বাসা থেকে গ্রেফতারের পর আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এসব তথ্য প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয় পুলিশ প্রশাসনে।
গেলো ১৩ জুন উত্তরা বোর্ড ক্লাবের সাবেক সভাপতি নাছিরউদ্দিন মাহমুদকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে নতুন বিতর্কের জন্ম দেয় ঢাকাইয়া চলচ্চিত্রের বিতর্কিত নায়িকা পরিমণি।
এমনকি হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাছিরের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।
এসব মামলা ডিবিতে ন্যস্ত হলে তদন্ত পায় ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত যুগ্ম কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন।
সম্প্রতি নানা কারণে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসে বেশ কয়েকজন মডেল ও চলচ্চিত্র নায়িকা।
অভিযোগ উঠে অভিনয়ের আড়ালে নিজস্ব বাসা বাড়িতে গড়ে তোলে মাদকের সম্রাজ্য।
পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গেল বুধবার পরিমণীর বনানীর বাসায় অভিযান চালায় রেব। বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার হয় তাকে। দায়ের করা হয় মামলা।
রেব,ডিবির পর এসব মামলার তদন্ত পায় ক্রিমিনাল ইনভেষ্টিগেশন বিভাগ-সিআইডি।
জিজ্ঞাসাবাদে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান বিভাগের এডিসি গোলাম সাইকলাইনের সঙ্গে সখ্যতা ও অবাধে চলাফেরার তথ্য ফাঁস করে বিতর্কিত নায়িকা পরিমণী।
এর পর থেকে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। ডিবি থেকে প্রত্যাহার করা হয় সাকলাইনকে।
অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন সিআইডি’র এই কর্মকর্তা।
পরিমনী ছাড়াও আরো অনেকেই নজরদারিতে আছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী।