পরীমণি ও তার সহযোগী দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেয়।
দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে পরীমণি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করে সিআইডি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরীমণির আইনজীবি মজিবুর রহমান বলেন, অসুস্থ্ পরীমণি চিকিৎসার জন্য জামিন পাওয়ার অধিকার রাখে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, জামিন পেলে পরীমণি মামলার তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। দুই পক্ষের শুনানী শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে রেব।