পরীমনির জন্মদিনে আসছে ‘তুই কি আমায় ভালোবাসিস’
- আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরীমনির জন্মদিন উপলক্ষে আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে সেদিন।
বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তার সিনেমার কালার কারেকশনের কাজ করছেন। গান প্রকাশ প্রসঙ্গে আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের নায়িকা পরীমনির জন্মদিনে আসছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রথম গান। আশা করছি, এই গান সবার মনে রোমান্টিক অনুভূতি তৈরি করবে। ভালো লাগবে সবার।’
পরিচালক আবু রায়হান জুয়েল জানান, এই গান ছাড়াও আরও ৪টি গান আছে এই সিনেমায়। আগামী বছর ছবির মুক্তির আগে সবগুলো গান প্রকাশ হবে।
‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শরিফ আলদ্বীনের লেখা গানে সুর করেছেন নাজির মাহামুদ ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
জনপ্রিয় শিশুসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনি লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। শিশুতোষ এই চলচ্চিত্রে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পাশাপাশি বেশ কয়েকজন শিশুশিল্পীকেও এই সিনেমায় দেখা যাবে।