পর্যটকের ঢল নেমেছে সিলেটে
- আপডেট সময় : ১০:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হোটেল-মোটেলেও রয়েছে নানা সুবিধা। তবে গরম আর অতিরিক্ত মানুষের ভিড়ে নানা অসুবিধার মুখোমুখি হচ্ছেন পর্যটকরা
স্বচ্ছ নদীর জলধারা, পাথর আর পাহাড়ের আকর্ষণে প্রতিবছরই বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে আসেন সিলেটে। এখানেই একসঙ্গে দেখা মেলে পাথর, পাহাড় আর পানির। এবার ঈদের আগেই বুকড হোটেল-মোটেল-রিসোর্ট। শাহজালালের মাজার, চা বাগান, জাফলং, সাদাপাথর, পান্থুমাই, লালাখালের সৌন্দর্য উপভোগে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে সিলেটে।
বাড়তি পর্যটকের চাপে কিছু কিছু হোটেল ব্যবসায়ী রুমভাড়া বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে তা অস্বীকার করেন হোটেল মালিকরা।
পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতের আহবান সংশ্লিষ্টদের।
পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। সড়কে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে বাড়ানো হয়েছে চেকপোষ্ট।
এছাড়া ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু করেছে জেলা পুলিশ।
পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।