জাতীয় সংসদ নির্বাচনে টাকা দিয়ে বিদেশী পর্যবেক্ষক দল সরকার আনবে না : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে টাকা দিয়ে বিদেশী পর্যবেক্ষক দল সরকার আনবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ থেকেই বাংলাদেশের মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা অনেক উন্নত।
আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় ২৮ অক্টোবর নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহবান জানান এ কে আব্দুল মোমেন।
আসন্ন গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের বিষয়বস্তু তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন।
সম্মেলনে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান ও ব্রাসেলস সফরের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ।
সফর গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক ব্যস্ততায় সময়টা কঠিন বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব অর্থে ৭ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। তবে টাকা দিয়ে কোন পর্যবেক্ষক আনবে না, বাংলাদেশ।
ইউরোপিয় ইউনিয়নের সাথে মানবাধিকার বিষয়ে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা অনেক উন্নত।
২৮ অক্টোবরে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে ড. মোমেন বলেন, বিএনপি যা বলে, তা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের।