পর্যায়ক্রমে অননুমোদিত অনলাইন পোর্টালগুলো বন্ধ করা হবে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পর্যায়ক্রমে অননুমোদিত অনলাইন পোর্টালগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগামীকালের মধ্যেই বিটিআরসিকে অননুমোদিত অনলাইন পোর্টালগুলোর তালিকা পাঠানো হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তালিকা হাতে পেলেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে তারা। এসময় যেসব অনলাইন পোর্টাল অসৎ উদ্দেশে পরিচালিত হয়, গুজব রটায় এবং ভুল সংবাদ প্রচার করে- সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ড. হাছান মাহমুদ।